কদমতলী থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ঝাড়ু গ্রেফতার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৯, ৬:৫৫ অপরাহ্ণসিলেট: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড বালুর মাঠ সংলগ্ন মজির মিয়ার কলোনির সামনে থেকে মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তার কাছ থেকে একটি পাইপগান, কয়েকটি ধারালো অস্ত্র, মাদক, মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।
মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামের সিরাজ মিয়া ওরফে বুদু মিয়ার ছেলে। বর্তমানে সে দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মুজিব মিয়ার কলোনিতে ভাড়া থাকে।
গ্রেফতারকৃত ঝাড়ু মিয়া সিলেটের শীর্ষ সন্ত্রাসী ও তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইর একাধিক মামলা রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
বৃহস্পতিবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর উইং কমান্ডার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এবং মেজর মো. শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের সমন্বয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঝাড়ু মিয়াকে উদ্ধারকৃত আলামতসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।