বড়লেখায় সুন্দর’র বিরুদ্ধে জনতার বিক্ষোভ: যা বললেন পরিবেশমন্ত্রী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৯, ১১:৩৮ পূর্বাহ্ণবড়লেখা: বড়লেখায় সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের বিরুদ্ধে উপজেলার দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিনকে লাঞ্ছিতের জেরে জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৈঠকে ঢাকা থেকে মুঠোফোনে বক্তব্য দিয়েছেন বন, পরিবেশ মন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন এমপি।
বক্তব্যে তিনি বলেন, আপনারা সবাই ধৈয্য ধরুন। আমি এলাকায় এসে বিষয়টি সামাধান করবো। এসময় তিনি এরকম পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।
বৈঠকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনসহ চার ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বড়লেখায় দু’ঘন্টা সড়ক অবরোধ, রফিক সুন্দরকে গ্রেফতারের আল্টিমেটাম