বড়লেখায় দু’ঘন্টা সড়ক অবরোধ, রফিক সুন্দরকে গ্রেফতারের আল্টিমেটাম

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৯, ১:০০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বড়লেখর দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। গতকাল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সৃষ্ট এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আবার কেউ কেউ এ ঘটনাকে পুঁজি করে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তবে দুঃখজনক এ ঘটনাটি পরিবেশ মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন কিভাবে সমাধান করেন, তা দেখার জন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার (২০ জুন) সৃষ্ট ঘটনায় খলনায়ক রফিকুল ইসলাম সুন্দরে গ্রেফতারের দাবীতে বড়লেখার উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ লাঠিসোটা হাতে নিয়ে পৌরশহর দু’ঘন্টা অবরোধ করে রাখেন। এতে শহর কার্যত অচল হয়ে পড়ে। এ সময় উত্তেজিত জনতা সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে নানা কটুক্তিমূলক স্লোগান দেন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ জনতার কাতারে এসে দাঁড়ান উপজেলা চেয়ারম্যান শোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র কামরান আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক।
তখন বড়লেখার উত্তরাঞ্চলের বিক্ষুব্ধ অনেক নেতা সমঝোতা কিংবা আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেফতার দাবী করেছেন। নতুবা তারা শহর থেকে বাড়ি ফিরে যাবেন না বলেও হূমকী দিয়েছেন।
ছবি মোবাইল লাইভ থেকে সংগৃহিত
উপস্থিত বিশিষ্টজন গতকালের ঘটনায় দুঃখপ্রকাশ এবং নিন্দা জানিয়ে অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানান। পাশাপাশি এ ঘটনার সন্তোষজনক সমাধান হবে বলেও প্রশাসনের কর্মকর্তারা বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের উদ্যোগে আজ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও বিশিষ্টজনের উপস্থিতিতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি বৈঠক আহŸান করা হয়েছে।