কমলগঞ্জে শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৯, ৮:৪৬ অপরাহ্ণকমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হযেছে।
বৃহস্পতিবার দুপুরে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. জহির উদ্দিন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও ইমন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, দুবাই প্রবাসী জহির উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আছকন মিয়া, গোবর্ধ্বনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতা সিনহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ব্যবসায়ী বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।