সোহেল তাজের ভাগ্নেকে প্রেমিকার বাপ অপহরণ করেছেন?

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৯, ১:৫৭ পূর্বাহ্ণঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে অপহরণ করার পেছনে একজন গার্মেন্টস ব্যবসায়ীকে দায়ী করেছেন তাঁর বাবা ইদ্রিস আলম। আজাদ আবু সালেহ নামের ওই ব্যবসায়ীর বাড়ি চট্টগ্রামে। তবে তিনি ঢাকায় ব্যবসা করেন।
কেন ওই ব্যবসায়ী আপনার সন্তানের বিরুদ্ধে অপতৎপরতা চালাবেন-এমন প্রশ্নের জবাবে ইদ্রিস দাবি করেন,‘আজাদ সাহেবের মেয়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্ক ছিল। পরে মেয়ের অমতে তিনি মেয়েকে অন্যত্র বিয়ে দেন। মেয়েকে ভুলে যেতে আমরা সৌরভকে বুঝিয়েছি। কিন্তু কিছুদিন পর শুনি মেয়ের বিয়ে ভেঙে গেছে। এরপর থেকেই তিনি সৌরভকে এই ঘটনার জন্য দায়ী করে আসছেন।
তারপর ধারাবাহিকভাবে একটির পর একটি সংস্থাকে আমার ছেলের পেছনে লাগিয়ে দিয়েছেন।’ সৌরভের বাবা দাবি করেন,‘ এইসব সংস্থাগুলো আমার ছেলেকে একাধিকবার তুলে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। নির্যাতন করেছে। তারা কোনো তথ্য না পেয়ে পরে তাকে ছেড়েও দিয়েছে। এরপর গত ৯ জুন চাকরি দেওয়ার নাম করে তাকে বাসা থেকে ডেকে নিয়ে ‘অপহরণ’ করে।’
ওই সংস্থা জড়িত হওয়ার কারণ কী হতে পারে—এমন প্রশ্নের জবাবে ইদ্রিস আলম দাবি করেন, ‘আজাদ সাহেবের সঙ্গে নাকি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের অফিসের যোগাযোগ আছে। আমি সৌরভকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আজাদ সাহেবের কাছে অনুনয় করে ফোন করেছিলাম। তিনি আমাকে বলেছেন, আপনি তো দুই দিনেই হয়রান হয়েছেন। আমি দুই বছর ধরেই হয়রান হয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে আজাদ আবু সালেহ গণমাধ্যমকে বলেছেন, ‘আমি কেন ওদের ছেলেদের বিরুদ্ধে লাগতে যাব। আমার কি এত ক্ষমতা আছে নাকি। আমি একজন সাধারণ ব্যবসায়ী।’ তিনি আরো জানান, ‘আমার সন্তানরা কোরআনে হাফেজ। সৌরভের সঙ্গে ফেসবুকে যোগাযোগ হয়ে থাকতে পারে। পরে আমার মেয়ের বিয়ে হয়েছে। আমার মেয়ের নামে বদনাম রটানোর নামেই ওই ছেলেকে জড়ানো হচ্ছে। আমি এসবের সঙ্গে জড়িত নই।’ -বাংলা ইনসাইডার