জকিগঞ্জ থেকে ২০৫ পিস ইয়াবাসহ যুবক আটক
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০১৯, ৫:৪৬ অপরাহ্ণসিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলার বড় খালিয়া গ্রাম থেকে ২০৫ পিস ইয়াবাসহ আলী আহমদ (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার বিকেল ৪টার বড় খালিয়া গ্রামের রহমত কমিউনিটি সেন্টারের সামন থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলী আহমদ বড় খালিয়া মধ্যপাড়ার আবদুর রহমানের ছেলে।
সোমবার বিকেল ৪টার দিকে র্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে জকিগঞ্জ থানাধীন বড় খালিয়া গ্রামের রহমত কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আলীকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।