কমলগঞ্জ প্রেসক্লাবের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৯, ১০:০০ অপরাহ্ণকমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ৩০মে) উপজেলার হীড বাংলাদেশের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, নবাগত সহকারী কমিশনার( ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, লেখক সাহিত্যিক আহমদ সিরাজ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভপতি বিশ্বজ্যোতি চৌধুরী, মৌলভীবাজার জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশাহিদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক মোশাহিদ আলীসহ সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
সাংবাদিক শাব্বীর এলাহীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থাপন করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহিন আহমদ প্রমূখ।
প্রেসক্লাবের ইফতার মাহফিলে হীড বাংলাদেশে প্রসাশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয়। ইফতারে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।