বিয়ানীবাজারে অস্ত্রসহ আটক দু’যুবক জেলহাজতে
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৯, ২:২৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার থেকে দুটি বিদেশী পাইপগানসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ তাদেরকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার (১৯ মে) সন্ধ্যা ৬ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলাধীন পাতন গোডাউন বাজার থেকে তাদের আটক করে।
আটক দুজন হলো- উপজেলার মোল্লাপুর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে আফজাল হোসেন মুন্না (২২) ও পাতন গ্রামের আশরাফুল ইসলামের ছেলে নিহাল আশরাফ (২১)।
তারা দুজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তাদেরকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, অস্ত্রসহ আটক দু’জনকে আজ সকালে থানায় হস্তান্তর করেছে র্যাব। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।