প্রবাসী নাছিম আহমদ চৌধুরী স্মরণে ঢাকাদক্ষিণ জামেয়ায় দোয়া মাহফিল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০১৯, ৩:০০ অপরাহ্ণগোলাপগঞ্জ: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ জামেয়া ইসলাামিয়া স্কুলের উদ্যোগে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র চেয়ারম্যান নাছিম আহমদ চৌধুরী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় জামেয়া মিলনায়তনে প্রিন্সিপাল আনোয়ার হোসেন কিবরিয়ার সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল আব্দুল আজাদের উপস্থাপনায় আয়োজিত শোক সভায় বক্তব্য রাখেন জামেয়া পরিচালনা কমিটির সভাপতি রশীদ আহমদ, ভাইস চেয়ারম্যান শামছুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ফজল মাহমুদ খান ফয়েজ, জামেয়ার ভূমি দাতা শাহিন আহমদ খান প্রমুখ।
আলোচনা শেষে মরহুম নাছিম আহমদ চৌধুরী রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আবু আইয়ুব।
উল্লেখ্য, মরহুম নাছিম আহমদ চৌধুরী গত ৮মে যুক্তরাজ্যে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। গত বৃহস্পতিবার ইস্ট লন্ডন মসজিদে জানাজা শেষে যুক্তরাজ্যে তাহার দাফন সম্পন্ন হয়।
তাহার পৈত্রিক বাড়ি ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল (নালিউরী) গ্রামে।