পাথরঘাটায় ‘ফণী’র আঘাতে ঘরচাপায় দাদি-নাতির মৃত্যু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৯, ৯:৩৯ পূর্বাহ্ণ
বার্তা২৪ ডেস্ক: বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ঘরচাপা পড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ চরদুয়ানি বাধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাদি নূরজাহান (৬০) ও নাতি জাহিদুল (৮)। আর আহত হলেন- মোহাম্মদ ইউনুস।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাহিন মিয়া আমাদের সময়কে জানান, চরদুয়ানি বাধঘাটা এলাকায় মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে মোহাম্মদ ইব্রাহিম মিয়া তার পরিবার নিয়ে বসতঘরে অবস্থান করছিলেন। সন্ধ্যা থেকে পাথরঘাটা উপকূলীয় এলাকায় দমকা হাওয়ায় প্রভাব শুরু হলে রাত ২টার দিকে হঠাৎ ‘ফণী’ টর্নেডোর রুপ নিলে ৫০টির মতো ঘর ভেঙ্গে পড়ে যায়। এ সময় চাপা পড়ে ইব্রাহিমের মা নূরজাহান ও ছেলে জাহিদুল ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় পার্শ্ববর্তী ঘরের মোহাম্মদ ইউনুস গুরুতর আহত হন।
স্থানীয় সিপিপি টিম লিডার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে বললেও তারা তাদের কথা গুরুত্ব না দেওয়ায় এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলায় দুর্যোগকালীন দায়িত্ব প্রাপ্ত জেলা নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন আমাদের সময়কে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ক্ষতিগ্রস্তদেরকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।’
জোয়ারের পানি বিষখালী ও বলেশ্বর নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফিট বৃদ্ধি পেয়েছে বলেও জানান জেলা নির্বাহী ম্যজিস্ট্রেট। তিনি বলেন, গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া দমকা হাওয়ায় পাথরঘাটা উপকূলীয় এলাকায় শতাধিক আধাপাকা ঘর ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে।