কানাইঘাটে নদীতে ডুবে যুবক নিখোঁজ।। আহত শিশু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৯, ৯:০৫ অপরাহ্ণকানাইঘাট: কানাইঘাটের লোভা নদীতে ঢুবে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, বুধবার সকাল ৭টায় লোভানদীর মরা আমরি নদী নামক স্থানে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লাকড়ি ধরতে গিয়ে পানির শ্রোতে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মৃত ছইদন আলীর ছেলে হারুন রশিদ (২৫) তলিয়ে নিখোঁজ হন।
হারুন রশিদের স্বজনদের সাথে কথা হলে তারা কান্না জড়িত কন্ঠে জানান, হারুন রশিদ আগামী ৬ মে মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরবে জীবিকা নির্বাহের তাগিদে যাওয়ার কথা ছিল। অত্র ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে একই ইউপির দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের নাজিম উদ্দিনের রেজোয়ান আহমদ (০৮) নামে এক শিশু পানির শ্রোতে পড়ে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হারুন রশিদের কোন সন্ধান পাওয়া যায়নি।