কানাইঘাটে র্যাবের অভিযানে বিদেশী সিগারেটসহ একজন গ্রেফতার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ১২:১২ অপরাহ্ণসিলেট: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, কানাইঘাটে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ এক লাখ ৪৪ হাজার ৪শ’ পিস বিদেশী সিগারেটসহ একজনকে গ্রেফতার করেছে। গতকাল বিকেল সাড়ে ৩টায় রাজাগঞ্জ বাজারস্থ জননী ভ্যারাইটিজ স্টোর হতে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে কানাইঘাট থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করেন। অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানাধীন রাজাগঞ্জ বাজারস্থ জননী ব্যারাইটিজ স্টোর থেকে আমদানী নিষিদ্ধ এক লাখ ৪৪ হাজার ৪শ’ পিস বিদেশী সিগারেটসহ একজনকে গ্রেফতার করে।
ধৃত ছালেহ আহমেদ (৩৫), কানাইঘাট উপজেলার মইনা গ্রামের মৃত কারী আব্দুল করিমের পুত্র। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো .শওকাতুল মোনায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।