গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৯, ৩:২৫ অপরাহ্ণগোলাপগঞ্জ: গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মানিক (৭২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার আছিরগঞ্জ সিনিয়র আলীম মাদ্রাসা মাঠে গার্ড অব অনার প্রদানের পর মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের এ বাসিন্দা শুক্রবার রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি——-রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গার্ড অব অনার প্রদান ও মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার জামাল মিঞা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, ডেপুটি কমান্ডার আব্দুল মুহিত, সাবেক কমান্ডার আসমান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা বাহাউদ্দিন, হাজী মুক্তাদির আলী, গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক হেলাল উদ্দিন, মরহুমের ছোট ভাই ও আ’লীগ নেতা আলীম উদ্দিন বাবলু প্রমুখ।
মরহুমের জানাযায় ইমামতি করেন হাফিজ ক্বারী আবু তাইয়্যিব রুবেল।