সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিনের পিতার মরদেহ বাড়ির পথে, জানাজা শনিবার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৯, ১১:১৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও তিলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিনের পিতা আব্দুল হাইয়ের মরদেহ দেশে এসে পৌছেছে।
তাঁর জানাজার নামাজ শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দাসউরা সিনিয়র আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন।
জানা যায়, আব্দুল হাই (৭৫) গত শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় গ্রীসের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
এরপর প্রবাসের সকল প্রক্রিয়া সম্পন্ন করে একসপ্তাহ পর পিতার মরদেহ নিয়ে শুক্রবার (আজ) বিকাল পৌনে ৫টায় আকাশপথে দেশে এসে পৌছেন তার দু’পুত্র জালাল ও কয়েস।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান ছিলেন মরহুমের অপরপুত্র এমাদ উদ্দিন। তারা একটি লাশবাহী এম্বুল্যান্স নিয়ে বাড়ির পথে রওয়ানা হয়ে রাত ১১টায় মাধবপুর পৌছেন এবং রাত ২টায় দাসউরা গ্রামের বাড়িতে পৌছার কথা রয়েছে।
প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন