সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিনের পিতার ইন্তেকাল, শোক প্রকাশ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৯, ১২:০২ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও তিলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিনের পিতা আব্দুল হাই (৭৫) শুক্রবার স্থানীয় সময় বেলা ২টায় গ্রীসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যসহ নানা রোগে ভূগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই, ৪ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল হাইয়ের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলার কথা জানিয়েছেন তার পুত্র এমাদ উদ্দিন। আগামী রোববার জানাজা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আমৃত্যু বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের কঠোর সমর্থক আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না, তথ্য ও গবেষণা সম্পাদক জুবের আহমদ, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি নুরুল আমীন, সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালীন প্রভাষক মো. জহির উদ্দিন।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।