বিশ্বসভায় যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানালেন এমপি নাহিদ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০১৯, ১২:১২ অপরাহ্ণগোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (আজ) দুপুরে উপজেলা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুল প্রধানদের হাতে ইলেকট্রনিক্স সামগ্রী তুলে দেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক ও মানসম্মত শিক্ষা অর্জন করে নতুন প্রজন্মকে বিশ্বসভায় যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
সাবেক মন্ত্রী আরো বলেন, গত ১০ বছরে দু’উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যেসব এলাকা পিছিয়ে রয়েছে তা শিগগির উন্নত করা হবে। এজন্য তিনি দলমত নির্বিশেষে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ।