জুড়ীতে সাংবাদিক চম্পুর উপর সন্ত্রাসী হামলা, বিআরইউ’র নিন্দা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৯, ১২:১০ পূর্বাহ্ণজুড়ী: দৈনিক প্রথম আলো পত্রিকার জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পুর উপর হামলা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি শনিবার রাত প্রায় ৯টায় উপজেলা শহরের জুড়ী সেতুর উপর ঘটেছে।
চম্পু জানান, ঘটনার সময় তিনি একটি মোটর সাইকেলের পিছনে বসে ভবানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসামাত্র পূর্বে থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন সন্ত্রাসী পিছন থেকে তাঁর উপর হামলা চালায়। তিনি সাইকেল থেকে নেমে তাদের পরিচয় জানতে চাইলে আবারও হামলা করা হয়। পরে তিনি দৌড়ে গিয়ে সেতুর পাশের একটি দোকানে আশ্রয় নেন। পরে হামলাকারীরা দোকানের সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করে পালিয়ে যায়।
তিনি পিঠে, হাতে, পায়ে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পুর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি ছাদেক আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়।
শনিবার রাতে তাৎক্ষণিক এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।