গোলাপগঞ্জের ওসি শিবলী বদলি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৯, ১:০৯ অপরাহ্ণসিলেট: গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক শিবলীকে বদলি করা হয়েছে। ওসি শিবলী গোলাপগঞ্জ মডেল থানায় একাধারে ৫ বছর ছিলেন।
এছাড়াও পার্শ্ববর্তী বিয়ানীবাজার থানায় ২০০৯ সালের ২১ জুন যোগদান করেন। সেই থানায় ২০১৩ সালের ১৯ নভেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি যোগদান করেন গোলাপগঞ্জ মডেল থানায়।
জানা যায়, সম্প্রতি একটি মামলায় হয়রানির অভিযোগ আনেন এক আমেরিকা প্রবাসী। গত ১০ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের লামা চন্দরপুর গ্রামের আলতাব আলী খানের ছেলে ফলিক উদ্দিন খাঁন মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সিলেট বিশেষ জজ এবং জেলা ও দায়রা আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গোলাপগঞ্জ থানার ওসিসহ ১ ইন্সপেক্টর ও ৬ এসআইসহ ১০ জনকে আসামি করা হয়। গত ১ এপ্রিল আদালত সেই মামলাটি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশন দুদককে নির্দেশ দেন।
জানা যায়, এ মামলার কারণে দীর্ঘদিনের কর্মস্থল ছাড়তে হয় আলোচিত ওসি শিবলীকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
শিবলী বলেন, আমি নিজে ঢাকা পুলিশ লাইনে বদলি হয়েছি।
এদিকে নতুন ওসি আসার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করবেন পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ।