কমলগঞ্জে মণিপুরীদের ‘চৈরাউবা কুম্মৈ’ উৎসব পালিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৯, ৮:২৫ অপরাহ্ণরাজকুমার সোমেন্দ্র সিংহ, কমলগঞ্জ: মণিপুরী সংস্কৃতির নানা বৈচিত্র্যের অন্যতম হলো মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। অপেক্ষাকৃত সংখ্যালঘু মৈত্র মণিপুরীদের ঐতিহ্যবাহী মণিপুরী নববর্ষ (চেরাউবা কুম্মৈ ৩৪১৭) উৎসব উপলক্ষে আজ শনিবার আয়োজন করা হয়েছে নানা আনুষ্ঠানিকতার।
মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামের মণিপুরী পল্লীগুলোতে এ উৎসবকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসেবে ৩৪১৭ তম বর্ষ আজ ৬ এপ্রিল শুরু হল। অন্যান্য বছরের মতো এবারও এই দিন মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউব কুম্মৈ ৩৪১৭’ উদযাপনের উৎসাহ-উদ্দীপনার কমতি নেই।
উৎসবকে কেন্দ্র করে নানা আয়োজনের মধ্যে ছিল সকালে আদমপুর বাজারে ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন, পতাকা উত্তোলন, সারোইখাংবা, দুপুরে প্রসাদ বিতরণ, বেলা ২টায় মণিপুরি নারী-পুরুষের যৌথ অংশগ্রহণে ঐতিহ্যবাহী লিকোন শান্নবা (কড়ি খেলা), আলোচনা সসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাতে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মণিপুুরি যুবক-যুবতীদের অংশগ্রহণে থাবল চোংবা নৃত্য (উন্মুক্ত স্থানে অনেক যুবক-যুবতীর অংশগ্রহণে মণিপুরিদের বর্ণাঢ্য লোকনৃত্যের পরিবেশনা) অনুষ্ঠিত হয়।