জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে সরকারি গাছ কেটে ভুমি আত্মসাতের অভিযোগ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৯, ১:২৪ পূর্বাহ্ণজকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ বাজারে প্রভাবশালী কর্তৃক সরকারি আম গাছ কেটে রাস্তার ভুমি আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে সওজের নির্বাহী প্রকৌশলী বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন হাসিতলা গ্রামের নজরুল ইসলাম নামের এক ব্যক্তি।
একই ঘটনায় জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আরেকটি লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের ইমরান হোসেন লিমন।
অভিযোগ সুত্রে জানা যায়- হাসিতলা গ্রামের আব্দুল বাছিত, সুহেল আহমদ ও টিপু সুলতান গত ১ ডিসেম্বর তারিখে শরীফগঞ্জ বাজারের পাশে থাকা এক লক্ষ টাকা মুল্যের একটি মুল্যবান আম গাছ প্রকাশ্য দিবালোকে কেটে নিয়ে যায়। বর্তমানে তারা সেই যায়গা ভরাট করে দোকান নির্মাণ করছে। তারা স্থানীয় বাজারের ব্যবসায়ী ও এলাকার প্রভাবশালী লোক হওয়ায় কেউ তাদের প্রতিবাদ করছে না।
নজরুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন- তিনি এ ঘটনার প্রতিবার করায় অভিযুক্তরা তাকে মারতে এগিয়ে আসে।
তাই এ ব্যপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে তারা এই লিখিত অভিযোগ করেছেন।