টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নারীসহ নিহত ৩

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৯, ৬:৪৩ অপরাহ্ণকক্সবাজার: জেলার টেকনাফে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের পৃথক বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নারীসহ তিনজন নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহতরা ইয়াবা ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নিহতরা হলেন- উপজেলার হ্নীলা আলী আকবরপাড়ার মিয়া হোসেনের ছেলে মাহমুদুর রহমান (২৮) ও পশ্চিম সিকদারপাড়া মইন্যাজুমের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আবছার (২৫) এবং রোহিঙ্গা নারী মিয়ানমারের আকিয়াব জেলার মণ্ডু থানার রাইম্যাবিলের বদরুল ইসলামের স্ত্রী রুমানা আক্তার।
রোববার ভোররাতে টেকনাফের দমদমিয়া ও হোয়াইক্যং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।