গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়ন আ’লীগ সভাপতির বাড়িতে ডাকাতি
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৯, ৪:৫৯ অপরাহ্ণগোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
গতকাল রোববার রাত ২টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
লুৎফুর রহমানের পরিবারের সদস্যরা জানান, গত রোববার রাতে একদল ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির বারান্দার গ্রিলের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এরপর তারা ভেতরে ঢুকে লুৎফুর রহমান ও তার পরিবারের সদস্যদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা ঘরে থাকা নগদ ১লক্ষ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পরদিন (সোমবার) সকালে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।