গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৯, ৮:৪৯ অপরাহ্ণগোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ সরকারের বদলীজনিত বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার ৩টায় উপজেলা অডিটোরিয়মে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. পারভেজ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবা উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মফিজ উদ্দিন ভূইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার খায়রুজ্জামান, ঢাকাদক্ষিণ ইউপি সদস্য সেলিম উদ্দিন।
ফাজিলপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদের সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক নুরুল মুত্তাকিন, প্রধান শিক্ষক সামছুন নাহার, প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন, প্রধান শিক্ষক হায়াত আহমদ, প্রধান শিক্ষক আফিয়া বেগম, প্রধান শিক্ষক লুৎফুর রহমাপ্রধান শিক্ষক জহির উদ্দিন, প্রধান শিক্ষক মুর্শেদা খাতুন, প্রধান শিক্ষক তাজ উদ্দিন, প্রধান শিক্ষক মিফতাহ উদ্দিন, সহকারি শিক্ষক মুকিত আহমদ, প্রধান শিক্ষক জাফর ইকবাল, সহকারি শিক্ষক সেলি বেগম, মোহাম্মদ আব্দুল কুদ্দুছ।
বক্তারা বলেন শিক্ষা অফিসার আব্দুল হামিদ ছিলেন একজন আলোর ফেরীওয়ালা ও সৃজনশীল প্রতীভার অধিকারী। উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্ব নেয়ার পর থেকে উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানন্নোয়ন, প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করা, প্রাক-প্রাথমিক শ্রেণি বর্ণাঢ্য সাজে সজ্জ্বিতকরণ, বিদ্যালয়ে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সহায়তা প্রদান ও সময় মতো শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করতে মোবাইল ভিজিট করতেন।
এসময় উপস্থিত ছিলেন- ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান (মাষ্টার), গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, নির্বাহী সদস্য জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক হারিছ আলী, সাংবাদিক খালেদ আহমদ, সাংবাদিক সুলতান আবু নাসের, প্রধান শিক্ষক অনাথ বন্ধু দাস, জয়নাল আবেদীন, আব্দুল হান্নান, সাইফুল আলম পারুল, আবিদুর রহমান, হাসান আহমদ, সুবোধ চন্দ্র দাস, সেলিম আহমদ, নাছির উদ্দিন, মাহমুদ হোসেন, নিলীমা রানী দে, নিরঞ্জন চন্দ্র দাস, শাহিন আহমদ, বিজিত চন্দ্র দাস, খলিলুর রহমান, এনাম উদ্দিন, রতনা বেগম, সৈয়দ আবতার হোসেন, আজিজুর রহমান, শ্যামলী দে, জয়ন্ত কুমার দাস, আহবাবুল করিম, নুরুল হুদা, তরুণ কুমার বিশ্বাস, প্রতীভা চক্রবর্তী, শাহানা খানম, মাহবুবুল বারী, শিবেন্দ্র কুমার দে, অলিউর রহমান, জাকিয়া আক্তার, সুরমা বেগম, খালেদ আহমদ, সাইফুল ইসলাম, আমিনা বেগম, জাহাঙ্গীর আলম, আসমা বেগম প্রমুখ।