গোলাপগঞ্জে ইকবাল চৌধুরীর পরিবারের পক্ষ থেকে শোকরানা ও দোয়া মাহফিল
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৯, ৫:৫৭ অপরাহ্ণগোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার দুপুরে গোলাপগঞ্জের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্টিত হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,
দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল ওয়াহাব জোয়ার্দার মছুফ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক,
আ’লীগ নেতা আব্দুল মজিদ রোশন মিয়া, এনামুল হক রুহেল, রিংকু চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, আমুড়া ইউপি আ’লীগের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান আযম,জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, জেলা ছাত্রলীগ নেতা মনিরুল হক পিনু, হোসেন আহমদ, ছাত্রলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ, ফারহান মাসুদ আফসর প্রমুখ।