তিলপাড়া ইউনিয়নের ৭টি কেন্দ্রে কে কত ভোট পেলেন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৯, ৮:৫৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে তিলপাড়া ইউনিয়নের ৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন প্রিসাইডিং কর্মকর্তা। সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
প্রাপ্ত ফলাফল:
মাটিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩০৬, হেলিকপ্টার ২৫৮, আনারস ২০৮।
দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৩১, হেলিকপ্টার ৬৫১, আনারস ৪৪০।
বিবিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২২৯, হেলিকপ্টার ২১৯, আনারস ২৭৯।
নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২০৪, হেলিকপ্টার ৩০৮, আনারস ১৩৯।
গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১২৪, হেলিকপ্টার ৩০৮, আনারস ১৩০।
দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা (১) কেন্দ্রে নৌকা ৫০, হেলিকপ্টার ২৬৪, আনারস ১৫০।
দাসউরা সিনিয়র আলিম মাদ্রাস (২) কেন্দ্রে নৌকা ৮১, হেলিকপ্টার ৩৬৭, আনারস ৮১।