হবিগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে জয়ী নৌকার প্রার্থী মিজান
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৯, ৮:৩২ অপরাহ্ণহবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী মিজানুর রহমান মিজান। ১৩ হাজার ২০৮ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু নারকেল গাছ মার্কায় পেয়েছেন ৫ হাজার ৫৮৭ ভোট।
সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জেলা নির্বাচন অফিসে ফলাফল প্রকাশ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা খুরশেদ আলম।
![]()
![]()
নির্বাচনে অংশগ্রহণকারী বাকী প্রার্থীদের ভোট সংখ্যা হলো- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী মো. মর্তুজ আলী (চামচ) পেয়েছেন ৩৯০ ভোট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী সৈয়দ কামরুল হাসান (জগ) পেয়েছেন ৮৮৫ ভোট ও হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক, বিএনপি সমর্থিত প্রার্থী এম. ইসলাম তরফদার তনু (মোবাইল) পেয়েছেন ১ হাজার ৪৭ ভোট।
![]()
![]()
এর আগে সোমবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ২০টি কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলে ভোট গ্রহণ।
হবিগঞ্জে এবারই প্রথম ইভিএম-এর মাধ্যমে ভোট-গ্রহণ করা হয়। তাই সুষ্ঠু নির্বাচনের আশায় ছিলেন হবিগঞ্জবাসী।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গত ২৮ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছ।
![]()
![]()
ফলে মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই শূন্য পদে ২৪ জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()





