গোলাপগঞ্জ পৌর আ’লীগ সভাপতি ছালেহ চৌধুরীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৯, ৪:১১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।। গোলাপগঞ্জের প্রবীণ সমাজকর্মী, পৌর আওয়ামীলীগ সভাপতি ছালেহ আহমদ চৌধুরী আর নেই। গত সোমবার দিবাগত রাত ৩টায় গীর্দ্দস্থ তার নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি—— রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ১পুত্র, ২ কন্যাসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গোলাপগঞ্জের প্রবীণ সমাজকর্মী সালেহ আহমদ চৌধুরী মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে গোলাপগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মনোনীত হন। এছাড়া তিনি দীর্ঘকালীন সময় ঐতিহ্যবাহী এমসি একাডেমী পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটস গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতির হিসেবে দায়িত্ব পালন করেন।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সরকারি এমসি একাডেমী স্কুল ও কলেজ মাঠে জানাজা শেষে মরহুমের পারিবারিক গুরুস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজায় উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মরহুমের বড় ভাই অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব হোসেইন আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান।
মরহুমের জানাজায় ইমামতি করেন দাড়ীপাতন প্রধান জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশীদ। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মহিউস সুন্নাহ নার্জিস, উপজেলা বিএনপি সভাপতি, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নছিরুল হক শাহীন, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সরকারি এমসি একাডেমীর প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরী, বাংলাদেশ স্কাউট’স সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, যুগ্ম সম্পাদক ইসমাইল আলী বাচ্ছু, উপ-কমিশনার ডা. সিরাজুল ইসলাম এএলটি, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর শাফি এলিম চৌধুরী, শামীম আহমদ রাসেল, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, অবসরপ্রাপ্ত পিআইও মোহাম্মদ আলতাফুল হক, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ নেতা কবির আহমদ মোশন, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মুস্তাক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রাজু আহমদ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন শরফ, মাহমুদ আহমদ, আছদ্দর আলী জালালী, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু, এনামুল হক রুহেল, উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী ইসমাইল আলী, পৌর জামায়াতের আমীর সৈয়দ নাছির উদ্দিন, পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, জামিল আহমদ চৌধুরী, আব্দুল জলিল, জবান আলী, সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, সাবেক পৌর কমিশনার ফরিদ উদ্দিন ইরান, পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ছালিক আহমদ, যুবলীগ নেতা রুহেল আহমদ প্রমুখ।
বিভিন্ন মহলের শোক:
গোলাপগঞ্জের প্রবীণ সমাজকর্মী, পৌর আওয়ামীলীগ সভাপতি, উপজেলা স্কাউটস’র সাবেক সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, সম্পাদক মহিউল ইসলাম মুমিত, যুগ্ম সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, গোলাপগঞ্জ উপজেলা কমিশনার সুজা মোহাম্মদ জাকারিয়া, সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ খসরু মিয়া, গোলাপগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মিন্টু রায় পৃথক শোক বার্তায় মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।