আতাউর রহমানের বাড়িতে আবুল কাশেম পল্লব
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৯, ৭:৩৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব সৌজন্য সাক্ষাৎ করতে ছুটে গেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের বাড়িতে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৪টায় উপজেলার মাথিউরাস্থ আতাউর রহমান খানের বাড়িতে এ সাক্ষাৎ করেন আবুল কাশেম পল্লব।
সাক্ষাতকালে আবুল কাশেম পল্লব নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দি প্রার্থী আতাউর রহমান খানের সাথে কোলাকুলি করেন এবং তার সাথে কুশল বিনিময় করেন। সাক্ষাতকালে পল্লব আগামী দিনে বিয়ানীবাজার উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে পাশে থাকার জন্য আতাউর রহমান খানের কাছে সহযোগিতা কামনা করেন।
এসময় নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দি প্রার্থী মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে অভিনন্দন জানিয়ে বলেন, সামনের দিনগুলোতে বিয়ানীবাজার উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ও প্রবীণ আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন।
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব। তিনি হেলিকপ্টার প্রতীকে উপজেলার ৮৯টি কেন্দ্রে ৩২,৮৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আতাউর রহমান খান পেয়েছেন ১৪,৭৪১ ভোট।