হেলিকপ্টারে চড়ে জয়বন্দরে পল্লবের অবতরণ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৯, ৯:১৫ অপরাহ্ণমো. আব্দুল হান্নান ও মো. জয়নুল ইসলাম।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পল্লব বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্ব›িদ্ব নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান খানের চেয়ে ১৮ হাজার একশ’ ১৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তাছাড়া সাধারণ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক মোহাম্মদ জামাল হোসেন (তালা) ৮শ’ ৯৮ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা (ফুটবল) ১৯ হাজার ৩শ’ ৪২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন এক লাখ ৭০ হাজার ৬শ’ ৯৫জন। এরমধ্যে কাস্ট হয়েছে ৬৮ হাজার ২শ’ ৭৮ ভোট। কাস্টিং ভোটের হার ৪০ ভাগ।
সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলা কেন্দ্রীয় ফলাফল প্রচার সেল থেকে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী, তাদের এজেন্ট, গণমাধ্যমকর্মী ও সুধীজনের উপস্থিতিতে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এদিকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। নির্বাচন চলাকালে কোথাও বড় ধরণের কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে পৌর এলাকার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট চলাকালে হেলিকপ্টার প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট লাউতা ইউপি চেয়ারম্যান মো. গৌছ উদ্দিন উপস্থিত হলে তাঁকে আনারস প্রতীকের সমর্থকরা শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিকেল প্রায় ৩টায় গণমাধ্যম কর্মীদের কাছে হেলিকপ্টার প্রতীকের আবুল কাশেম পল্লব অনেকটা বিক্ষুব্ধ হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাঁর এ বক্তব্য কয়েকটি অনলাইন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। যদিও পরবর্তীতে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা থেকে সরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপর একটি ভিডিও বার্তা প্রেরণ করেন। এমনকি পল্লব অনুসারিরা ফেসবুকে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদকর্মীরা আবুল কাশেম পল্লব ও তাঁর সমর্থকদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন।
অপরদিকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকের শামীম আহমেদ ব্যাপক জাল ভোটের অভিযোগ তুলে বিকেল ৩টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি মোল্লাপুর ও লাউতা ইউনিয়নের সবক’টি কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবী জানিয়েছেন।
নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার) পেয়েছেন ৩২ হাজার ৮শ’ ৫৭ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান খান (নৌকা) ১৪ হাজার ৭শ’ ৪১ ভোট, আওয়ামী লীগের অপর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন (আনারস) ১৩ হাজার ৮৪ ভোট, আওয়ামী লীগের অপর স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ (মোটর সাইকেল) দুই হাজার ৫শ’ ৫৮ ভোট, জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী হাজি আবুল হাসনাত (দোয়াত কলম) ৫শ’ ০৬ ভোট, আলহাজ মো. আলকাছ আলী (ঘোড়া) পেয়েছেন এক হাজার ৯শ’ ৯৪ ভোট।
এদিকে সাধারণ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক ও বিয়ানীবাজার সরকারি কলেজ ’৯৫ ছাত্র সংসদের এজিএস মোহাম্মদ জামাল হোসেন (তালা) ২৮ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব পৌর আ’লীগের সহ সভাপতি মোহাম্মদ খছরুল হক খছরু (চশমা) পেয়েছেন ২৭ হাজার একশ’ ৬০ ভোট। তাছাড়া প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মামুনুর রশীদ খান (টিয়া পাখি) পেয়েছেন ৯ হাজার ২৬ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা (ফুটবল) ৩৮ হাজার একশ’ ০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব হাসিনা বেগম (হাঁস) পেয়েছেন ১৮ হাজার ৭শ’ ৬৫ ভোট। তাছাড়া অপর প্রতিদ্ব›িদ্ব জাহানারা বেগম (কলস) পেয়েছেন ৭ হাজার ৬শ’ ৬২ ভোট।