বিয়ানীবাজারে নৌকা প্রার্থীর উপর আক্রমণের চেষ্টা।। সমর্থকের বাড়িতে আগুন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৯, ১:৩১ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজারে নৌকা প্রতীকের প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের উপর সন্ত্রাসী হামলার অপচেষ্টার খবর পাওয়া গেছে। রোববার রাতে লাউতা ইউনিয়নের খালপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। অপরদিকে নৌকা সমর্থকের বাড়িতে আগুনের ঘটনাটি দক্ষিণ দুবাগ ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
বিয়ানীবাজারে নৌকা প্রতীকের সমর্থকের বসতঘরের পার্শ্ববর্তী একটি খড়ের গাধায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য বসতঘরের থাকা ঘুমন্ত সদস্যরা ও গোয়ালঘরে রাখার ১৫/১৬ টি মহিষ রক্ষা পেয়েছে।
এদিকে রবিবার দিবাগত রাত ৯টায় লাউতা ইউনিয়নের খালপাড় এলাকায় নৌকার প্রার্থীর উপর আক্রমণের চেষ্টা করে কতিপয় যুবক।
এ সময় তারা চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও তার সাথে থাকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল কাদিরকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ ও গাড়ি পাংচারের হুমকি দিলে এ নিয়ে উত্তেজনা ছড়ায়। স্থানীয় এ যুবকরা প্রতিদ্বন্দ্বি এক চেয়ারম্যান প্রার্থীর কট্টর সমর্থক বলে অভিযোগ করেন আতাউর খান।
উত্তেজনার খবর পেয়ে মুরব্বিরা এগিয়ে এসে যুবকদের সরিয়ে দিলে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদিরসহ অন্যরা নিরাপদে চলে আসেন।
এ ঘটনা মাটিকাটা ও মাথিউরায় রটে গেলে উত্তেজনা দেখা দেয়। চেয়ারম্যান আতাউর রহমান খান পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কর্মী-সমর্থক ও এলাকাবাসীকে ধৈর্য ধরার আহবান করেন। তিনি বলেন, আর কয়েক ঘন্টা পর ভোট শুরু হবে। এ সময় ধৈর্য ধারণ করা আমাদের দায়িত্ব। আমি ঘটনাটি পুলিশকে জানিয়েছি এবং লিখিত অভিযোগ দায়ের করেছি।