শহর না গ্রামের জয়? রাত পোহালেই ভোট ।। প্রস্তুতি সম্পন্ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৯, ৩:৫১ অপরাহ্ণছাদেক আহমদ আজাদ।।
রাত পোহালেই বহু কাক্সিক্ষত ৫ম বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে পৌর এলাকার তিনজন এবং মফস্বলের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে শহরের না গ্রামের অধিবাসী ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। শহরের হলে কে এবং গ্রামের হলে কে বিজয়ী হবেন তা নিয়েও শহর, অফিসপাড়া, চা-স্টল থেকে শুরু করে সর্বত্র আলোচনা চলছে। তবে এবারের নির্বাচনে শহরের প্রার্থীরা এগিয়ে থাকলেও গ্রামের ভোট বেশি হওয়ায় যেকোন সময় তার প্রভাব পড়তে পারে। এমনটি নির্বাচন সংশ্লিষ্ট বিজ্ঞজনের আলোচনায় রয়েছে।
ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। সকাল থেকে নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পৌছতে শুরু করেছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে এবং ইতিমধ্যে বিজিবি টহল দেয়া শুরু করেছে।
এদিকে প্রতীক পাওয়ার পর ১৭দিনের ঘাম ঝরানো পরিশ্রম গতকাল শনিবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এখন ভোট কেন্দ্রে এজেন্ট নিয়োগসহ আনুসাঙ্গিক কার্যক্রম চলছে। নির্বাচনে এখনো কাচা টাকার উৎপাত চোখে পড়েনি। তবে কালো রাতে কিছুটা হলেও টাকা বাতাসে উড়বে। তা ধরার জন্য সমাজের মোড়ল প্রকৃতির লোক অতীতের মতো এবারও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদি কাচা টাকা বিতরণ করা হয় তাহলে কমবেশি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ভোটের হিসেবে হেরফের হতে পারে।
বিয়ানীবাজারে এ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলাকালে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কোন প্রার্থী নিয়ম লঙ্ঘন করেছেন বলেও স্থানীয় নির্বাচন অফিসে অভিযোগ আসেনি। অত্যন্ত সৌহার্দ্য ও আন্তরিকপূর্ণ পরিবেশে কাক্সিক্ষত এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, মহিলা ভাইস চেয়ারম্যান তিনজন এবং সাধারণ ভাইস চেয়ারম্যান তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে আতাউর রহমান খান, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন (আনারস), কার্যকরি সদস্য শামীম আহমেদ (মোটর সাইকেল) ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার), জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী হাজি আবুল হাসনাত (দোয়াত কলম) ও হাজি আলকাছ আলী (ঘোড়া) নির্বাচনী মাঠে ছিলেন।
তথ্যমতে, চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্ব ৬জনের মধ্যে তিনজনের বাড়ি বিয়ানীবাজার পৌরশহর এলাকায়। এরমধ্যে আবুল কাশেম পল্লব (নিদনপুর), মোহাম্মদ জাকির হোসেন (পশ্চিম নয়াগ্রাম) এবং হাজি আবুল হাসনাত (শ্রীধরা)। অপর তিনজনের বাড়ি মফস্বল গ্রামে। তারমধ্যে আতাউর রহমান খান (মাথিউরা), হাজি আলকাছ আলী (কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার) এবং শামীম আহমেদ (মোল্লাপুর ইউনিয়নের পাতন)।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মূল আলোচনায় মোহাম্মদ খছরুল হক খছরু (চশমা) ও মোহাম্মদ জামাল হোসেন (তালা)। তাঁরা দু’জনের মধ্যে জামাল হোসেনের বাড়ি পৌর এলাকার সুপাতলায় এবং খছরুল হক পৌর এলাকার ভোটার হলেও তাঁর বাড়ি মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার এক লাখ ৭০ হাজার ৬শ’ ৯৫। এরমধ্যে পুরুষ ৮৩ হাজার ৯শ’ ০৮জন এবং মহিলা ৮৬ হাজার ৭শ’ ৮৭জন। পুরুষের চেয়ে মহিলা ভোটার ২ হাজার ৮শ’ ৭৯জন বেশি।
এ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট বিয়ানীবাজার পৌরসভায়। ২৫ হাজার ৭শ’ ৮২ ভোটের মধ্যে পুরুষ ১২ হাজার ৭শ’ ৬৬ এবং মহিলা ভোটার ১৩ হাজার ১৬জন।
এবং সবচেয়ে কম ভোট মোল্লাপুর ইউনিয়নে ৯ হাজার একশ’ ১৬। এরমধ্যে পুরুষ ৪ হাজার ৪শ’ ও মহিলা ৪ হাজার ৭শ’ ১৬জন।
একইভাবে আলীনগর ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৭শ ৬১জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৩শ’ ১৪ এবং মহিলা ভোটার ৭ হাজার ৪শ’ ৪৭জন। চারখাই ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৭শ’ ২জন। এরমধ্যে পুুরষ ৯ হাজার ৪শ’ ৮৫ এবং মহিলা ৯ হাজার ২শ’ ১৭জন।
দুবাগ ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ২শ’ ৫জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৫শ’ ৭১ এবং মহিলা ভোটার ৭ হাজার ৬শ’ ৩৪জন। শেওলা ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৫শ’ ৯০। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৬শ’ ২৯ এবং মহিলা ভোটার ৬ হাজার ৯শ’ ৬১জন।
কুড়ারবাজার ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৫শ’ ৯৪। এরমধ্যে পুরুষ ৮ হাজার ৫শ’ ১৮ এবং মহিলা ভোটার ৯ হাজার ৭৬জন। মাথিউরা ইউনিয়নে মোট ভোটার ৯ হাজার ২শ’ ৩২। এরমধ্যে পুরুষ ৪ হাজার ৪শ’ ১১ এবং মহিলা ভোটার ৪ হাজার ৮শ’ ২১জন।
তিলপাড়া ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ২শ’ ৮৭জন। এরমধ্যে পুরুষ ৫ হাজার ৮শ’ ৭৩ এবং মহিলা ভোটার ৬ হাজার ৪শ’ ১৪জন। মুড়িয়া ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৬শ’ ৫৫। এরমধ্যে পুরুষ ৯ হাজার ৯৮ এবং মহিলা ভোটার ৯ হাজার ৫শ’ ৫৭জন।
লাউতা ইউনিয়নের মোট ভোটার ১৫ হাজার ৭শ’ ৭১জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৮শ’ ৪৩ এবং মহিলা ভোটার ৭ হাজার ৯শ’ ২৮জন।