নৌকা বিজয়ী হলে ভোটাররা সম্মানীত হবেন : এডভোকেট নাসির খান

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৯, ১১:৩৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। নৌকার মাঝি আতাউর রহমান খান এদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন। তাঁকে বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব। এতে ভোটাররাও সম্মানীত হবেন।
শুক্রবার বিকালে উপজেলার দুবাগ বাজারে নির্বাচনী পথসভায় তিনি এ আহবান জানান। এ সময় বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
নসির খান বলেন, নৌকার মাঝি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানকে বিজয়ী করে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। মনে রাখতে হবে কোনকালে ষড়যন্ত্রকারিরা বিজয়ী হতে পারেনি। নৌকায় ভোট প্রদানের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেয়া সমীচিন হবে।
দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল রহমান ফজলাই’র সভাপতিত্বে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামিল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন নৌকার মাঝি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, দুবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল কাদির,
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সেবুল আহমদ, আব্বাছ উদ্দিন, মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার সামাদ প্রমুখ।
প্রধান অতিথি এড. নাসির খান আরও বলেন, নৌকার বিরুদ্ধে ’৭০ এর নির্বাচন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছিলো। কিন্তু এদেশের সাধারণ মানুষ নৌকাকে বিজয়ী করে দেশের স্বাধীনতা এনেছেন। নৌকারকে বিজয়ী করে দেশের সাধারণ মানুষ সেটি আবারও প্রমাণ করবেন।
নৌকার মাঝি আতাউর রহমান খান বলেন, গত পাঁচ বছর আপনাদের সুখে-দুঃখে ছিলাম, এখনো আছি। আপনাদের সহযোগিতা নিয়ে গত পাঁচ বছর উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রেখেছি। উপজেলা পরিষদকে স্বচ্ছ রেখেছি। কোন ভাইয়ের আখড়া বানাইনি। সাধারণ মানুষের জন্য উন্মক্ত ছিল চেয়ারম্যানের কার্যালয়।
তিনি বলেন, আপনারা আমার কাছে যেতে কোন গার্ডের কাছ থেকে সময় নিতে হয়নি। তাই আমার আশা ও প্রত্যাশা থাকবে উপজেলা নির্বাচনে আপনারা দল-মত নির্বিশেষে সবাই নৌকায় ভোট দেবেন।