নৌকার মাঝি আতাউর খানের সাথে গৃহ নির্মাণ শ্রমিকদের মতবিনিময়
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৯, ৬:১৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সিলেট জেলাধীন গৃহ নির্মান শ্রমিক ইউনিয়ন বিয়ানীবাজার উপশাখার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি আতাউর রহমান খান। বুধবার (১৩ মার্চ) রাত ৯টায় উপজেলার দুবাগ ইউনিয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নোউকার মাঝি আতাউর রহমান খান বিয়ানীবাজার উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ১৮ মার্চের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে গৃহ নির্মান শ্রমিকদের প্রতি আহাবন জানান।
এসময় উপস্তিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি নেতা আব্দুল বারী, মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন, দুবাগ ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির, সহ সভাপতি বাবলু হোসেন, সহ সভাপতি সেলিম উদ্দিন,
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিনসহ দুবাগ ইউপি আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।