বিয়ানীবাজার পৌরশহরে নৌকার পক্ষে আওয়ামী লীগের গণসংযোগ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৯, ৭:৩৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের দায়িত্বশীলরা। এ সময় ব্যবসায়ী ও সাধারণ পথচারিদের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুরে পৌরশহরে নৌকার মাঝি আতাউর রহমান খানকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী।শহরের উত্তরবাজার নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় থেকে গণসংযোগ শুরু করা হয়।
এদিকে নৌকার মাঝি আতাউর রহমান খানকে সাথে নিয়ে গণসংযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আহাদ কলা, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদির, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল,
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,
কুড়ারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, শহীদ পরিবারের সন্তান আলমগীর হোসেন রুনু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কেএইচ সুমন ও মো. জাফর আহমদসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।