নিউইয়র্কে আতাউর রহমান খানের সমর্থনে বিয়ানীবাজারবাসীর সমাবেশ অনুষ্টিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৯, ৬:৩৭ অপরাহ্ণনিউইয়র্ক প্রতিনিধি।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁনের সমর্থনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ বিয়ানীবাজারবাসীর এক মতবিনিময় সভা সোমবার (আজ ) সন্ধ্যা ৭টায় ওজনপার্কের মতিন রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।
বিশিষ্ট কমিউনিটিনেতা শেখ মাহি উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাছিবের পরিচালনায় অনুষ্টিত সভায় ব্যাপক সংখ্যক মুরব্বী ও তারুণ্যের সমাগম ঘটে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব নিউ ইয়র্ক ইনক এর সভাপতি বদরুল খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য আলহাজ্জ মকবুল রহিম চুনই ও বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি নিউ ইয়র্ক ইনক’র সাবেক সভাপতি হাজী কফিল উদ্দিন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি নেতা লুৎফুর রহমান খাঁন।
অন্যান্যের মধ্যে কমিউনিটিনেতা হাজী গৌছ উদ্দিন, সাংবাদিক মিছবাহ আহমেদ, সাংবাদিক হেলাল উদ্দিন শাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য সামসুল আবেদীন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল জলিল চৌধুরী বাবর, লাউতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমদ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলিম উদ্দিন,
মাথিউরা ইউনিয়ন সমিতির সাধারন সম্পাদক কমর উদ্দিন, কমিউনিটিনেতা ময়েজ উদ্দিন, আব্দুল আলিম, ছরওয়ার হোসেন, নিউ ইয়র্ক সিটি যুবলীগের আহ্বায়ক রেজাউল আলম অপু, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ, যুবলীগনেতা খালেদ খাঁন, আদনান খাঁন রবিপ্রমূখ। সভায় বক্তারা বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ধন্ধী প্রার্থীগনের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁনকে একজন প্রকৃত জনসেবক এবং একই সাথে একজন পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে উপস্থাপন করেন।
বক্তারা সমাজসচেতনতা ও জনসেবার ধ্যানজ্ঞানে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁকে অনন্য প্রার্থী বলে উল্লেখ করেন।
বক্তারা বিয়ানীবাজারের মুক্তিযুদ্ধাদের কল্যানার্থে বিভিন্ন সময়ে আতাউর রহমান খাঁনের নানামুখি পদক্ষেপ, বিয়ানীবাজারের সামাজিক বিবাদ মিমাংসায় অন্যান্যদের সাথে তাঁর নিরপেক্ষ ও আন্তরিক ভূমিকা, বিয়ানীবাজার উপজেলার নানামুখি উন্নয়ন কর্মকান্ডে তাঁর ঐকান্তিক প্রচেষ্টার বিষয় উল্লেখপূর্বক একজন যোগ্যতম প্রার্থী হিসেবে তাঁর বিজয় সুনিশ্চিতে সকলকে সর্বাত্নক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।
বক্তারা গরীব-দুঃখি ও শ্রমজীবি মানুষের একজন প্রকৃত বন্ধু হিসেবে আতাউর রহমান খাঁনকে অভিহিত করেন। বক্তারা তাঁর বিজয় সুনিশ্চিতে স্ব স্ব ভোট প্রানের পাশাপাশি সর্বাত্নক সহযোগিতা করতে বিয়ানীবাজারবাসীর প্রতি আবেদন ব্যক্ত করেন।
বক্তারা দেশের স্থানীয় পর্যায়ের নানামূখি উন্নয়ন কার্যক্রমে উপজেলা পরিষদকে একটি পরিপূর্ণ অর্থবহ ও কার্যকর প্রতিষ্টানে পরিণত করতে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।