জৈন্তাপুরে নৌকা প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৯, ৭:৪৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা, জৈন্তাপুর।।
জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মো. লিয়াকত আলীর সমর্থনে জৈন্তাপুর উপজেলা অটো বাইক সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ক্যাপ্টেন রশীদ ফেরিঘাট মাঠে এ মতবিমিয় সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. লিয়াকত আলী বলেন, জৈন্তাপুর উপজেলাকে আলোর পথে এগিয়ে নিতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় ভোট দিলে এগিয়ে যায় বাংলাদেশ। তিনি বলেন, কোন ষড়যন্ত্র আমাকে থামিয়ে রাখতে পারবে না।
উন্নয়ন, অগ্রগতি ও স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণের রায়ে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। তাই আগামী ১৮ মার্চ নির্বাচনে আপনাদের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
জৈন্তাপুর উপজেলা অটো বাইক সংগঠনের সভাপতি নুর উদ্দিন কমান্ডারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান।
বক্তব্য রাখেন, সারিঘাট অটো বাইক সংগঠনের সভাপতি জহির উদ্দিন রুহেল, জৈন্তাপুর শাখার সহ সভাপতি জামাল আহমদ, বাহুরবাগ শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমদ, কৈনাখাই শাখার সভাপতি মালিক আহমদ, ৪নং অটো বাইক সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল জলিল, হানিফ আহমদ, আব্দুর রব, মোহাম্মদ আলী, ইসলাম উদ্দিন, ফয়সল আহমদ, কয়সর আহমদ, শামীম আহমদ, মখলিছুর রহমান প্রমুখ।