খাদিমপাড়া ও টুলটিকর ইউনিয়নে সিরাজীর গণসংযোগ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৯, ১০:৫০ পূর্বাহ্ণসিলেট:: সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরে আলম সিরাজী বলেছেন, উপজেলার সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চাই। সিলেটের ঐতিহ্যবাহী সদর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়তে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হয়েছি।
সিলেট সদর উপজেলাবাসী এখন পরিবর্তন চায়। আর আপনাদের এই পরিবর্তন ঘটবে নির্বাচনে।
তিনি আগামী ১৮ মার্চে সিলেট সদর উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি শুক্রবার খাদিমপাড়া ও টুলটিকর ইউনিয়নের বালুচর, আরামবাগ, দলদলি চা বাগানে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন, ব্যবসায়ী এনাম আহমদ, বাচ্চু মিয়া, জাবেদ আহমদ, দলদলি বাগানের পঞ্চয়েত কমিটির সভাপতি মিন্টু দাস, ৮নং কান্দিগাও ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার শাহনুর, আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী, যুবলীগ নেতা দিলোয়ার হুসেন, মোয়াজ্জিন হোসেন, আনসার আলী, কুতুব উদ্দিন, ওবায়দুল কাদের, আমিন রশিদ,
রুহেল আহমদ, তাজির আলী, জয়নাল আবেদিন, আলী, মোজাহিদ, খালেদ, ছাত্রলীগ নেতা আল আমিন, মামুন রশিদ, রুহুল আমিন শাওন, বজলুর রশিদ, রুকন, সামাদ প্রমুখ।