বালুচর থেকে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৯, ১:২৬ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সিলেট নগরীর শাহপরান থানাধীন বালুচর পয়েন্ট সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনে স্টাফদের কক্ষ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ চার জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শাহপরান থানাধীন আরামবাগের আব্দুল গণি ওরফে আব্দুল লতিফের ছেলে রাসেল আহমদ মিন্টু (৩৩), সুনামগঞ্জের জগন্নাথপুর থানার খানপুরের মৃত জাফর খানের ছেলে শাহ আলম খান (৩০), কোতোয়ালী থানাধীন শামীমাবাদের মানিক মিয়ার ছেলে হান্নান আহমদ (২৩) ও দক্ষিণ সুনামগঞ্জের জামলাবাজ গ্রামের মৃত সাহেব আলীর ছেলে রাসেল আহমদ (২৩)।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, গ্রেফতারকৃত রাসেল আহমদ মিন্টু একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত। শাহ আলম খানের প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।