হেতিমগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী আহাদের পথসভা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৯, ৪:৩৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জের ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আহাদের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত।
পথসভায় রুবেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আব্দুল আহাদ বলেন, দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ উপজেলার গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে ছিলাম। উপজেলার বিভিন্ন দাবি আদায়ে প্রথম সারিতে ছিলাম। আগামীতেও উপজেলাবাসীর পাশে থাকতে চাই।
এসময় উপস্থিত ছিলেন নুর উদ্দিন, আকমল আলী, ছলিম উল্লাহ, মাতাবুর রহমান, রফিক মিয়া, খলিল মিয়া, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, ক্রীড়া সম্পাদক রুবেল আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,
কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, সাংবাদিক মো. শাহ আলম, কে এম আব্দুল্লাহ, রেজাউল হক রায়হান, কয়েছ আহমদ, জালালী আহমদ, সেবুল আহমদ, মাছুম আহমদ প্রমুখ।