হলফনামা: শামীমের নামে মামলা নেই, নগদ টাকাও বেশি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৯, ১০:২১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের কার্যকরি সদস্য যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমেদ। আওয়ামী রাজনীতির দুঃসময়ে তিনি বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর দাখিল করা হলফনামা থেকে জানা যায়, নগদ টাকার দিক দিয়ে তিনি সবার চেয়ে এগিয়ে আছেন। তাঁর কাছে ৩ লাখ ১০ হাজার টাকা রয়েছে।
শামীম আহমেদ বিয়ানীবাজার সরকারি কলেজে পড়ালেখা করলেও হলফনামায় স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন। তাঁর নিজনামে কোন স্থাবর সম্পত্তি নেই তবে স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে।
আরো জানা যায়, শামীম আহমেদ’র কোন ইলেকট্রনিক পণ্য কিংবা আসবাপত্র নেই। তিনি কোন পেশার সাথেও জড়িত নয়। তাঁর কোন দালানকোটা কিংবা জমিজমা নেই। ক্লিন ইমেজের এ রাজনীতিকের বিরুদ্ধে কোন মামলা নেই বা কখনো ছিলনা।
আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ উপজেলার আব্দুল্লাপুর গ্রামের মৃত সরফ উদ্দিন আহমেদ ও আতাবুন নেছার পুত্র। বিভিন্ন উৎস থেকে তাঁর বার্ষিক আয় ২ লাখ ২০ হাজার টাকা।