রাজধানীতে নতুন মাদক ‘আইস’ কারখানার সন্ধান
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ৪:১৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
রাজধানীর জিগাতলার একটি বাসায় ‘আইস’ নামক একটি মাদক তৈরীর কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার দিবাগত রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বেরিয়ে আসে এমন কারখানার সন্ধান।
জিগাতলার ৬২ নম্বর বাড়িটির আন্ডার গ্রাউন্ড থেকে আইস ও ক্রিস্টাল ম্যাথ তৈরিতে ব্যবহৃত নানা উপকরণ পাওয়া যায়।
পাশাপাশি এসকল উপাদান প্রক্রিয়াজাত করার জন্য রয়েছে বেশ কিছু অত্যাধুনিক মেশিন।
২৯ গ্রাম মাদকসহ বিপুল পরিমাণ মাদক তৈরির কাচামাল জব্দ করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।
দেশে মাদকের নতুন বাজার সৃষ্টি করতেই এমন কার্যক্রম বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেইসঙ্গে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।