দক্ষিণ সুরমায় ৪’শ পিস ইয়াবাসহ গ্রেফতার এক
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ৮:১৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেনু চন্দ্র দেব ও এটিএসআই পারভেজ আহমেদ এর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানাধীন শাহজালাল ব্রীজের দক্ষিণ পার্শ্বে চেকপোষ্ট পরিচালনা করে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রেখই মিয়া (৪২) জকিগঞ্জের দক্ষিণ বিপক গ্রামের মৃত কুটি মিয়ার পুত্র।
জানা যায়, সে দীর্ঘদিন ধরে জকিগঞ্জ ও আশপাশ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।
তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত রেখই মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।