জৈন্তাপুরে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামালের মনোনয়ন বৈধ ঘোষনা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২:৫৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আপিল শুনানি বোর্ডে এ আদেশ দেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ব্যাংক সংক্রান্ত জটিলতা দেখিয়ে সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার খোরশেদ আলমন মনোনয়ন বাতিল করেন। পরে কামাল আহমদ আপিল করেন এবং তার মনোনয়নের বৈধতা ফিরে পান।