হার্টে ছিদ্র, তিন লক্ষ টাকায় বাঁচবে বিয়ানীবাজারের মুরাদ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২:২১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।।
বিয়ানীবাজার পৌরসভার লাসাইতলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে মুরাদ আহমেদ (৯)। সে লাসাইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র। আড়াই বছর বয়স থেকে ছেলেটির হার্টে ছিদ্র ধরা পড়ে। বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিয়ে বলেছেন মুরাদের হার্টের অবস্হার দিন দিন অবনতি হচ্ছে। অপারেশন করে ছিদ্র বন্ধ করতে হবে, যত তাড়াতাড়ি অপারেশন হবে তত ভাল হবে। এদিকে ছেলের চিকিৎসা করাতে গিয়ে সিএনজি চালক পিতা আজ প্রায় নিঃস্ব। চিকিৎসা বাবত প্রায় তিন লক্ষ টাকা প্রয়োজন। তার পক্ষে একসাথে এতো টাকা যোগাড় করা সম্ভব নয় বলে তিনি সমাজের বিত্তবান মানুষের সাহায্য কামনা করছেন।
আপনার দেয়া সামান্য টাকায় হয়তো বাঁচবে তাজা একটি প্রাণ। মুরাদ আহমদ কে সহযোগিতা করতে যোগাযোগ করুন ০১৭০৫৬৬৮৫১০( পারসোনাল বিকাশ) ।