যুবকের উপর নির্যাতনের প্রতিবাদে উত্তাল গোলাপগঞ্জ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
গোলাপগঞ্জে জাহেদ আহমদের উপর নির্যাতন ও চোখ নষ্ট করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো গোলাপগঞ্জ। ইতোমধ্যে জাহেদের উপর নির্যাতনকারী রাউব আলী ওরফে ছানু মিয়া সহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঘা ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনতার উদ্যোগে বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন, বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন।
হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন ইরান,
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান আজম, শেখ এমরান আহমদ, সাংবাদিক গোলাম মোস্তফা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাহেদ আহমদকে অমানুষিক নির্যাতন ও চোখে চুন দিয়ে দৃষ্টি শক্তি কেড়ে নেয়ার বিষয়টি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।অতীতে গোলাপগঞ্জে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। নিরীহ গরিব পরিবারের লোক ছিল জাহেদ আহমদ।
আজ দু’চোখ হারাতে বসেছে সে। বক্তারা তার উপর অমানুষিক নির্যাতনকারী রাউব আলী (ছানু মিয়া) সহ এ ঘটনার সাথে জড়িত অপকর্মকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।