বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (০৩ মে) রাত ৯ টায় পৌরশহরের প্রধান সড়কের খাসা এলাকায় বালু ভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শিবলু আহমদ (৩১) প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই ট্রাক রেখে ড্রাইভার পালিয়ে যায়। নিহতের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচানচক গ্রামে। তিনি মৃত কুতুব আলীর দ্বিতীয় ছেলে। বর্তমানে তারা পরিবারসহ পৌর এলাকার খাসা পন্ডিতপাড়ার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দ্বিখ-িত রক্তাক্ত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে। ঘাতক ড্রাইভারকে ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে।