সিলেটে ‘বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি’র মতবিনিময় শনিবার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৪, ৯:২৭ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে সিলেট শহরে ‘বিয়ানীবাজার ভবন’ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশ-বিদেশে বসবাসরত বিয়ানীবাজারবাসীর সহযোগিতায় প্রকল্পটি আলোর মুখ দেখতে শুরু করেছে।
এ লক্ষ্যে আগামী শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় দরগা গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এতে সিলেট শহরে বসবাসরত সমিতির কার্যকরি কমিটির সদস্য, উপদেষ্টামন্ডলী, দাতা ও জীবন সদস্যসহ বিশিষ্টজনদের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি সিলেটের সাবেক সিভিল সার্জন ডা. এম. ফয়েজ আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ।