দক্ষিণ দাসউরা সূর্য তরুণ যুব সমবায় সমিতির ঈদ উপহারসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৪, ৯:১৬ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের নিম্ন আয়ের শতাধিক পরিবারের মধ্যে প্রতিবারের মতো এবারও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০৮ এপ্রিল) বিকেলে গাংকুল নিউ মার্কেটস্থ ক্লাব প্রাঙ্গণে উপকারভোগিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
দক্ষিণ দাসউরা সূর্য তরুণ যুব সমবায় সমিতি প্রদত্ত উপহারসামগ্রীর প্রত্যেক প্যাকেটে ছিল চিনি, ময়দা, তেল, পেয়াজসহ ১১শ’ টাকার খাদ্যদ্রব্য।
দক্ষিণ দাসউরা সূর্য তরুণ যুব সমবায় সমিতির সভাপতি ইউপি সদস্য হোসেন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজহিতৈষী হাজি আব্দুর রব সদাই, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আসাব উদ্দিন কটই, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক জুবের আহমদ, ফারুক উদ্দিন, মনু মিয়া, আব্দুল হক।
তারেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুহিন আমিন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সূর্য তরুণ যুব সমবায় সমিতির প্রত্যেক কাজ প্রেরণাদায়ক। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় কয়েক বছর পূর্বে এলাকায় সড়ক বাতি স্থাপন করা হয়েছে। এছাড়া যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়ানো তাদের অন্যতম কাজ। ঈদ উৎসবে খেটে-খাওয়া মানুষের ঘরে উপহারসামগ্রী পৌছানো যেনো রেওয়াজে পরিণত হয়েছে। এসব কাজে আর্থিক সহায়তা প্রদান করেন গ্রামের প্রবাসীরা। এজন্য বক্তারা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতাসহ তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
পাশাপাশি ভালো কাজের মাধ্যমে ক্লাবের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত প্রবাসী নেতারা। তারা গ্রামের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার উপরও জোর দেন।