খাসা তরুণ সংঘের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ
প্রধান অতিথির বক্তব্য রাখছেন মেয়র ফারুকুল হক
স্টাফ রিপোর্টার: খাসা তরুণ সংঘের উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (০৯ মার্চ) স্থানীয় ইসলাম কনভেনশন হলে খাসা গ্রামের ১৭০ অসচ্ছল পরিবারের মধ্যে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকার ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
খাসা তরুণ সংঘ’র সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এবং শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে প্রবাসী কমিউনিটি নেতা মাসুম আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল বশির, বিশিষ্ট মুরব্বি শামীম উদ্দিন, হোসেন আহমদ, ইউকে কমিউনিটি নেতা তাহের আহমদসহ খাসা তরুণ সংঘ’র কার্যকরী কমিটি, সাধারণ সদস্য পরিষদ, গভর্ণিং বডি এবং উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ।