সৌদি-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের মেম্বার হুছামুদ্দীন চৌধুরী এমপি
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ণধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরীকে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্য মনোনীত করা হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ের ইন্টার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি অনুবিভাগের পরিচালক সামিয়া রুবাইয়াত হোসেইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদের ১৫ জন সংসদ সদস্য নিয়ে গঠিত এ মৈত্রী গ্রুপে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমানকে সভাপতি এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপিসহ ১৫ জন সংসদ সদস্যকে গুরুত্বপূর্ণ এ মৈত্রী গ্রুপে সদস্য করা হয়েছে।
এছাড়া জাতীয় সংসদের স্পিকারকে প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকারকে এ গ্রুপের পৃষ্ঠপোষক করা হয়েছে।
গঠিত সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও সৌদিআরবের সংসদ সদস্যদের মাঝে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতিনীতি ও ভাবের আদান প্রদানে কাজ করবে। এছাড়া উভয় দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে বিদ্যমান সুসম্পর্ক আরও দৃঢ়করণে সহযোগিতা করবেন।